clock ,

অর্থ পাচার মামলায় গ্রেপ্তার মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দ জগুনাথ

অর্থ পাচার মামলায় গ্রেপ্তার মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দ জগুনাথ

এবার অর্থ পাচার মামলায় ফাঁসলেন মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দ জগুনাথ। রাষ্ট্রায়ত্ত আর্থিক অপরাধসংক্রান্ত কমিশন (এফসিসি) এর মুখপাত্র ইব্রাহিম রোসায়ি সাংবাদিকদের বলেন, প্রাভিন্দ জগুনাথকে গ্রেপ্তার করা হয়েছে। মরিশাসের মধ্যাঞ্চলের মোকা ডিস্ট্রিক্টের মোকা ডিটেনশন সেন্টারে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রাভিন্দ জগুনাথের বাসভবনসহ বেশ কিছু জায়গায় তল্লাশি চালান এফসিসির গোয়েন্দারা। সংস্থাটি জানিয়েছে, এসব তল্লাশি অভিযানে ১১ কোটি ৪০ লাখ মরিশাস রুপি বা ২৪ লাখ ডলার জব্দ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী রৌফ গুলবুল গতকাল সাংবাদিকদের বলেন, তার মক্কেলের বিরুদ্ধে আপাতত অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তার মক্কেল।

মরিশাসের নতুন প্রধানমন্ত্রী নবীন রামগুলাম গত নভেম্বরে জানান, সাবেক প্রশাসনের কিছু সরকারি খরচের বিষয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে। পরে গত মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে আটক করা হয়। তার বিরুদ্ধে জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এখন তিনি জামিনে আছেন। এবার দেশের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো।

প্রাভিন্দ জগুনাথ ২০১৭ সালের জানুয়ারিতে মরিশাসের সরকারপ্রধানের দায়িত্ব নেন। গত বছরের নভেম্বর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য