কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে ইমরান হোসেন (২১) নামে এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মৃত্যুকে ধামাচাপা দিতে রোগীর স্বজনদের সঙ্গে ৪ লাখ টাকায় রফাদফার চুক্তিপত্র এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
রবিবার (১৬ মার্চ) রাতে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকায় ট্রমা সেন্টার হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন কুমিল্লার দ্বিতীয় মুরাদপুর দক্ষিণপাড়ার প্রবাসী হুমায়ুন কবিরের ছেলে।
বুধবার (১৩ মার্চ) ডা. মো. আতাউর রহমানের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হন ইমরান। শুক্রবার সকাল ১০টায় তার অস্ত্রোপচার শুরু হয়ে চলে দুপুর পৌনে ২টা পর্যন্ত। ২৪ ঘণ্টা পর জ্ঞান ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রবিবার বিকেলে তার মৃত্যু হয়, তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বজনদের জানায়নি।
ইমরানের
মৃত্যুর খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী
হাসপাতাল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে
পৌঁছে।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের ৪ লাখ টাকা
দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চুক্তিপত্রে লেখা রয়েছে,"এই টাকা নিয়ে আমরা আর কোনো অভিযোগ করবো না।"হাসপাতালের পরিচালক মোহাম্মদ ছফিউল্লাহ বলেন, "ভুল চিকিৎসার অভিযোগ ভিত্তিহীন। রোগীর বড় সমস্যা ছিল। মানবিক কারণে ৪ লাখ টাকা দেওয়া হয়েছে।"
কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা সরোয়ার জানান,"ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।"
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন,"এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।"
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?