clock ,

ভিসার মেয়াদ শেষ ২০১৭ সালে, পাহাড়ি গুহায় দুই কন্যাকে নিয়ে বসবাস করছিলেন রুশ নারী!

ভিসার মেয়াদ শেষ ২০১৭ সালে, পাহাড়ি গুহায় দুই কন্যাকে নিয়ে বসবাস করছিলেন রুশ নারী!

ভারতের কর্ণাটক রাজ্যের গোকার্ণায় রামতীর্থ জলপ্রপাতের সংলগ্ন এক পাহাড়ি গুহা থেকে উদ্ধার করা হয়েছে এক রুশ নারী তার দুই অপ্রাপ্তবয়স্ক কন্যাকে। পুলিশ জানিয়েছে, ওই নারীর নাম নিনা কুটিনা, বয়স ৪০ বছর। তিনি ২০১৭ সালের ১৭ এপ্রিল পর্যন্ত বৈধ পর্যটক ভিসায় ভারতে অবস্থান করছিলেন। এরপর তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় গোকার্ণা থানার পরিদর্শক শ্রীধর এসআর-এর নেতৃত্বে পুলিশের একটি দল পাহাড়ি এলাকায় টহলের সময় গুহায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। পরে সেখানে গিয়ে তারা দেখতে পান, নিনা কুটিনা তার বছর বয়সী দুই কন্যাকে নিয়ে বসবাস করছেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে নিনা জানান, তিনি পর্যটক হিসেবে ভারতে এসেছিলেন এবং প্রথমে গোয়ায় বসবাস করতেন। চার দিন আগে তিনি ধ্যান আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে কর্ণাটকে এসে ওই গুহায় আশ্রয় নেন। গুহার ভেতর থেকে একটি ভগবান রামের মূর্তিও উদ্ধার করা হয়, যেটিকে তিনি নিয়মিত পূজা করতেন বলে জানিয়েছেন।

তবে পুলিশ বলছে, রামতীর্থ পাহাড় অত্যন্ত দুর্গম বিপজ্জনক এলাকা, যেখানে ভুমিস্খলন বিষাক্ত প্রাণীর উপদ্রব রয়েছে। ধরনের স্থানে একজন নারী দুই শিশুর একাকী বসবাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বর্তমানে নিনা তার সন্তানদের একটি নারী পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। গুহায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে তার পাসপোর্ট ভিসার নথি, যেগুলো থেকে নিশ্চিত হওয়া গেছে যে ভারতে তার অবস্থান গত আট বছর ধরেই অবৈধ।

বিষয়ে গোকার্ণা থানা বেঙ্গালুরুর বিদেশি নাগরিক নিবন্ধন দফতর (FRRO)-এর সঙ্গে যোগাযোগ করেছে। কর্তৃপক্ষ নিনা তার সন্তানদের রাশিয়ায় ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু করেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য