clock ,

আত্মহত্যা নয়, জমি সংক্রান্ত বিরোধে হত্যা: ৩ মাস পর ফাঁস হলো ভাঙারি ব্যবসায়ীর মৃত্যুর রহস্য

আত্মহত্যা নয়, জমি সংক্রান্ত বিরোধে হত্যা: ৩ মাস পর ফাঁস হলো ভাঙারি ব্যবসায়ীর মৃত্যুর রহস্য

কুমিল্লার চান্দিনায় ভাঙারি ব্যবসায়ী শব্দর আলীকে (৪৫) হত্যা করা হয়েছে জমি সংক্রান্ত বিরোধে যা প্রথমে আত্মহত্যা হিসেবে গণ্য করা হয়েছিল। ঘটনার প্রায় তিন মাস পর ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে, শব্দর আলীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে নিহতের স্ত্রী রিনা বেগম থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

চান্দিনা থানা পুলিশ ইতোমধ্যে তিনজনকে আটক করেছে। তারা হলেন—উপজেলার বরকইট গ্রামের মৃত আহাম আলীর ছেলে ইউনুছ মিয়া (৫২), মো. আবুল হাশেম (৪২) ও মো. কুদ্দুস মিয়া (৫৫)। শনিবার (১২ জুলাই) সাংবাদিকদের রিনা বেগম জানান, “আমার স্বামী এক বছর মেয়াদে ইউনুছ মিয়াদের কাছ থেকে জমি বন্ধক নিয়েছিল এবং তাদের তিন লাখ টাকা দিয়েছিল। নির্ধারিত সময় শেষে জমি থেকে আমাদের সরিয়ে দিলেও তারা টাকা ফেরত দেয়নি। এ নিয়ে একাধিকবার ঝগড়া হয়। ১৫ এপ্রিল ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে আমার স্বামী আর বাড়ি ফেরেনি। পরে ইউনুছ মিয়া এসে জানায়, সে পুকুরপাড়ের গাছে আত্মহত্যা করেছে। গিয়ে দেখি শরীরের অর্ধেক মাটি ছুঁয়ে রয়েছে, যা দেখে আত্মহত্যা নয়—হত্যা বলেই মনে হয়েছিল। তখন মানসিকভাবে ভেঙে পড়ায় আমরা আত্মহত্যার কথা বলি।”

তিনি আরও বলেন, “সম্প্রতি ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাই। তাতে উল্লেখ আছে—শব্দর আলী আত্মহত্যা করেনি, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপরই বৃহস্পতিবার রাতে ইউনুছ মিয়া, তার স্ত্রী ও তিন ভাইয়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করি। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।”

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, “১৫ এপ্রিল বরকইট গ্রামে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শব্দর আলীর মরদেহ উদ্ধার করা হয় এবং একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে, এটি আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড। এরপর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করছেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য