ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি এবার ফিল্ডিংয়েও নতুন কীর্তি গড়লেন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড এখন তার দখলে। আজ দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিং করার সময় জশ ইংলিসের ক্যাচ নিয়ে কোহলি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে। পরে আরও একটি ক্যাচ নিয়ে নিজের ক্যাচের সংখ্যা ৩৩৬-এ নিয়ে যান তিনি। ম্যাচ শুরুর আগে দ্রাবিড়ের ৩৩৪ ক্যাচের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি। তবে আজকের ক্যাচগুলোর পর এককভাবে এই তালিকার শীর্ষে উঠে এলেন তিনি।
কোহলি এখন পর্যন্ত ৪৪৯টি আন্তর্জাতিক ম্যাচে এই কীর্তি গড়েছেন, যেখানে দ্রাবিড়ের ৩৩৪ ক্যাচ এসেছিল ৫০৯ ম্যাচে—যার মধ্যে শুধু টেস্ট ও ওয়ানডে ফরম্যাট ছিল। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচের তালিকায় কোহলি এখন পঞ্চম স্থানে। এই তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে, যার ঝুলিতে রয়েছে ৪৪০ ক্যাচ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?