আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনগণের মধ্যে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ সম্পর্কে সচেতনতা বাড়াতে যৌথ জনসংযোগ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
আজ শনিবার দুপুর ১২টার দিকে, রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যেহেতু অন্তর্বর্তী সরকার জানিয়েছে তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে, তাই আমরা ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র প্রকাশ থেকে বিরত ছিলাম। তবে এখনো সরকার কোনো কার্যক্রম বাস্তবায়ন করতে পারেনি। তাই আমরা দাবি করছি, আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরকার ওই ঘোষণাপত্রটি প্রকাশ করবে।”
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। যদি সরকার দ্রুত কোনো পদক্ষেপ না নেয়, তবে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।”
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?