শূন্যপদে নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছেন। বিকেল সোয়া ৪টার দিকে প্রায় তিনশ শিক্ষার্থী শাহবাগ থেকে মিছিল নিয়ে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। মিছিলের কারণে রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শাহবাগ থেকে সচিবালয়ে যায়। প্রতিনিধি দলে ছিলেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের আজহারুল হক রামিম, মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, আহমদ উল্লাহ মানসুর ও শামীম মিঞা।
স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগের বিষয়ে আগামীকাল বা পরশুর মধ্যে সার্কুলার হবে। দাবিগুলো নিয়ে আলোচনা করতে আপনাদের প্রতিনিধি দলকে সচিবালয়ে নেওয়া হয়েছে।’ এদিকে, সকাল ১১টার দিকে প্রায় ৩০০ শিক্ষার্থী শাহবাগে লংমার্চ করে এসে সড়কে অবস্থান নেন, যার ফলে টিএসসি থেকে শাহবাগের সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের অভিযোগ, গত ১২ থেকে ১৪ বছর ধরে তাদের কোনো সরকারি চাকরির নিয়োগ হয়নি এবং উচ্চ শিক্ষারও সুযোগ নেই। অন্য চাকরিতে পদোন্নতির সুযোগ থাকলেও তাদের ক্ষেত্রে তা নেই।
তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুত সাত কর্মদিবস শেষ হলেও দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর প্রতিবাদেই তারা এ কর্মসূচি পালন করছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?