বাংলাদেশ ব্যাংকের প্রায় ৩০০ বর্তমান ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার লকার তল্লাশি করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে অভিযান চালিয়েছে।
দুদকের পরিচালক সায়েমুজ্জামানের নেতৃত্বে আট সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করছে। সূত্র জানিয়েছে, লকারগুলোতে সম্পদ ও মূল্যবান নথিপত্র রাখা হয়েছে, যার মধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সন্দেহ রয়েছে। কর্তৃপক্ষের ধারণা, লকারগুলোর ভেতরে অপ্রদর্শিত সম্পদ বা সংশ্লিষ্ট নথি লুকানো থাকতে পারে।ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকারগুলো খোলা হবে। প্রত্যেকটি লকারের বিস্তারিত তালিকা প্রস্তুত করা হবে। যদি কোনো কর্মকর্তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আরও তদন্ত করা হবে।
দুদক জানায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও দুর্নীতি রোধ করতেই বাংলাদেশ ব্যাংকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই তল্লাশি দেশের আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?