আফ্রিকার দেশ নামিবিয়ার স্বাধীনতার রূপকার ও প্রথম প্রেসিডেন্ট স্যাম নজুমা (৯৫) মারা গেছেন। আজ রোববার এএফপি এ তথ্য জানিয়েছে। গত তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন নজুমা। নামিবিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুমবা এক বিবৃতিতে জানান, চিকিৎসাধীন থেকেও তিনি সুস্থ হতে পারেননি।
ওভামবো গোত্রের দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেওয়া নজুমা ছিলেন ১০ সন্তানের মধ্যে সবচেয়ে বড়। ১৯৬০ সালে সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশনের (SWAPO) নেতা নির্বাচিত হন।একই বছর নির্বাসনে যেতে বাধ্য হন এবং পরবর্তীতে নামিবিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন।১৯৯০ সালে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার দখলদারিত্ব থেকে মুক্ত হয়।স্বাধীনতার পর ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।২০০৭ সালে, ৭৮ বছর বয়সে দলের নেতৃত্বও ছেড়ে দেন এবং অবসর গ্রহণ করেন।
অবসর নেওয়ার পরও নামিবিয়ার অন্যতম জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তি ছিলেন।
নামিবিয়ার ব্যাংক নোটে তার মুখচ্ছবি রয়েছে।স্বাধীনতা জাদুঘরের বাইরে ছয় মিটার উচ্চতার মূর্তি স্থাপন করা হয়েছে।আফ্রিকার অন্যান্য দেশেও তার নামে সড়কের নামকরণ করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সর্বদা সোচ্চার। সাবেক শাসকদের ‘শ্বেতাঙ্গ সেটলার’, ‘চাষা’ ও ‘উপনিবেশবাদী’ বলে অভিহিত করেছেন। ২০০১ সালে সমকামিতাকে ‘পাগলামি’ বলে অভিহিত করেন। তিনি হুঁশিয়ারি দেন যে সমকামীদের কারাবন্দি করা হবে বা দেশ থেকে বের করে দেওয়া হবে। ২০২২ সালে শেষবার জনসমক্ষে হাজির হন।
৯৩ বছর বয়সেও এক হাত মুষ্টিবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ নিয়ে বলিষ্ঠ বক্তব্য দেন।
স্যাম নজুমা শুধু নামিবিয়ার নয়, পুরো আফ্রিকার একটি যুগের প্রতিচ্ছবি ছিলেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?