clock ,

বাংলাদেশ হাইকমিশনে মাদকসেবীর বিশৃঙ্খলা সৃষ্টি ও লরি দিয়ে দেয়ালে ধাক্কার অভিযোগে ১ জন গ্রেফতার

বাংলাদেশ হাইকমিশনে মাদকসেবীর বিশৃঙ্খলা সৃষ্টি ও লরি দিয়ে দেয়ালে ধাক্কার অভিযোগে ১ জন গ্রেফতার

সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে বিশৃঙ্খলা সৃষ্টি এবং একটি ভবনের দেয়ালে লরি চালিয়ে ধাক্কা দেয়ার ঘটনায় ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ধারণা করা হচ্ছে, তিনি নেশাগ্রস্ত ছিলেন। ঘটনাটি ঘটেছে গত ২৩ মে, সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে, তানজং পাগারে কেপেল রোডে অবস্থিত নিউজ সেন্টার ভবনে।

লিয়ানহি জাওবাও (Lianhe Zaobao) পত্রিকার প্রতিবেদকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, একটি নীল রঙের লরি ভবনের লোডিং বে অংশে দেয়ালে ধাক্কা মেরে আটকে রয়েছে। ন্যূনতম পাঁচটি পুলিশের গাড়ি রাস্তায় দাঁড়িয়েছিল এবং কর্মকর্তারা তদন্তের জন্য এলাকাটি কর্ডন করে রেখেছিলেন। পুলিশ বাহিনী বিকেল ৪টা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করে।

জানা গেছে, লরিচালক সম্ভবত মাদক সেবনের কারণে দিশেহারা হয়ে পড়েছিলেন। লরি দিয়ে দেয়ালে ধাক্কা দেওয়ার পর তিনি ভবনের চতুর্থ তলায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে প্রবেশ করেন এবং চিৎকার শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করে। সিঙ্গাপুর পুলিশ বাহিনী লিয়ানহি জাওবাওকে জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে ৩২ বছর বয়সী ওই ব্যক্তি একটি লরি দিয়ে ভবনের দেয়ালে ধাক্কা মারেন। তখন তিনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

পরবর্তীতে ওই ব্যক্তিকে বেপরোয়া আচরণ এবং মাদকদ্রব্যের অপব্যবহারের সন্দেহে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় কেউ আহত হননি।

মাদক-সম্পর্কিত অপরাধের তদন্তের জন্য সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরোর কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের তদন্ত এখনও চলছে। লিয়ানহি জাওবাও

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য