clock ,

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে ইলন মাস্কের স্টারলিংক

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে ইলন মাস্কের স্টারলিংক

যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম উপগ্রহ প্রযুক্তিনির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে ব্যবসা পরিচালনার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার ( এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতেবাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বিডা বেজার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি জানান, বিদেশি প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশে ব্যবসা করতে বিডা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। স্টারলিংক ইতোমধ্যেই সেই নিবন্ধন পেয়েছে। গত ২৯ মার্চ প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ স্টারলিংক যুগে প্রবেশ করতে যাচ্ছে। আগামী এপ্রিল পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হবে, আর তিন মাসের মধ্যে শুরু হবে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম।

চৌধুরী আশিক আরও জানান, ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি, অংশগ্রহণকারীরা এই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স-এর একটি উদ্যোগ, যা লো-আর্থ অরবিটে স্থাপিত হাজারো ছোট স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে। প্রাথমিকভাবে বাংলাদেশে এই সেবা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বড় করপোরেট গ্রুপ এবং -কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর জন্য চালু হবে।

স্টারলিংক বর্তমানে প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবিট গতির ইন্টারনেট সরবরাহ করে, যা বাংলাদেশে বিদ্যমান সর্বোচ্চ ২৫ এমবিপিএস গতির তুলনায় অনেক দ্রুত। স্পেসএক্স ভবিষ্যতে এই গতি দ্বিগুণ করার পরিকল্পনাও করেছে। বর্তমানে বিশ্বের দ্রুততম ইন্টারনেট সেবাদানকারী ১০৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯০তম।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য