বাংলাদেশি পর্বতারোহী ডা. বাবর আলী হিমালয়ের বিপজ্জনক ও চ্যালেঞ্জিং পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার) সফলভাবে আরোহণ করেছেন। তিনিই প্রথম বাংলাদেশি, যিনি এই পর্বতের চূড়ায় পা রাখলেন। সোমবার (৭ এপ্রিল) সকালে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। তার সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা গাইড ফূর্বা অংগেল শেরপা।
বাবরের
এই অভিযানের খবর নিশ্চিত করেছেন
অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের অভিযানের
সহযোগী প্রতিষ্ঠান মাকালু অ্যাডভেঞ্চারের কর্ণধার মোহন লামসাল।
ফরহান জামান বলেন, “অন্নপূর্ণা-১ শীর্ষে পৌঁছানোর
মাধ্যমে বাবর আলী বাংলাদেশের
পর্বতারোহণের ইতিহাসে নতুন একটি মাইলফলক
স্থাপন করেছেন। তাঁর কঠোর পরিশ্রম,
মানসিক দৃঢ়তা এবং অধ্যবসায়ের প্রতিচ্ছবি
এই সাফল্য।”
চিকিৎসক পেশার বাবর আলী চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। এর আগেও তিনি বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো এক অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেন।
বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১, যদিও দুর্গমতা ও দুর্ঘটনার পরিসংখ্যানে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বতের একটি হিসেবে বিবেচিত। কঠিন এই পর্বত অভিযানে অংশ নিতে বাবর আলী গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালে যান। ২৮ মার্চ তিনি পোখারা হয়ে পৌঁছান অন্নপূর্ণা বেজক্যাম্পে।
উচ্চতা অনুকূল করে নিতে ক্যাম্প-১ (৫,২০০ মিটার) এবং ক্যাম্প-২ (৫,৭০০ মিটার) এ অবস্থান করেন তিনি। তারপর ২ এপ্রিল আবার বেজক্যাম্পে ফিরে চূড়ান্ত প্রস্তুতি নেন চূড়া জয়ের জন্য। অবশেষে সোমবার সকালের অভিযানে জয় করেন ভয়াল অন্নপূর্ণার শৃঙ্গ।
এই সাফল্য শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে এক অনন্য সংযোজন হিসেবেও বিবেচিত হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?