clock Monday, 28 April 2025, ১৬ বৈশাখ ১৪৩২

ভিসা না পেলে বিকল্প খোঁজে মানুষ: ভারতীয় ভিসা নিয়ে বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ভিসা না পেলে বিকল্প খোঁজে মানুষ: ভারতীয় ভিসা নিয়ে বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় ভিসা ইস্যুতে সরকারের কোনো বিশেষ উদ্যোগ রয়েছে কি নাএমন প্রশ্নের জবাবে আন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “ভারত ভিসা দেবে কি দেবে না, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে কারও ভিসা বন্ধ থাকলে শূন্যতা তৈরি হয় না। মানুষ অন্য কোনো দেশে বিকল্প খুঁজে নেয়।

মঙ্গলবার ( এপ্রিল) রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

ভিসা বন্ধ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “আমরাও একসময় ভারতের ক্ষেত্রে ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছিলাম। এটা নীতিগত বিষয়, রাষ্ট্রভেদে আলাদা সিদ্ধান্ত হতে পারে। তবে মানুষ থেমে থাকে না, তারা সমাধান খুঁজে নেয় অন্য কোথাও।

ইতালির দূতাবাসের সামনে বাংলাদেশিদের বিক্ষোভ নিয়েও কথা বলেন মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, “আমরা ইতালির সঙ্গে নিয়মিতভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে ভিসা আবেদনের সময় যেসব ডকুমেন্ট জমা দেওয়া হয়, সেগুলো নিয়ে তাদের সন্দেহ রয়েছে। অনেক আবেদনকারী ভুয়া কাগজপত্র দিচ্ছে বলে তারা মনে করছে।

তৌহিদ হোসেন আরও বলেন, “এটা ঠিক, অনেকের কাগজপত্র আসল। তারাও এই পরিস্থিতিতে ভিসা জটিলতায় পড়ছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং ইতালির সঙ্গে বিষয়টি পরিষ্কার করতে কাজ করে যাচ্ছি।

সরকারের তরফ থেকে বলা হচ্ছে, ভিসা ইস্যুতে আন্তরাষ্ট্রীয় আলোচনা চলমান রয়েছে এবং ভিসা প্রক্রিয়ার স্বচ্ছতা বৈধতা নিশ্চিত করতে দুই দেশই সচেষ্ট।

পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ভারতীয় ভিসা জটিলতা নিয়ে বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং ইতালির ভিসা প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ পাচ্ছে বিভিন্ন মাধ্যমে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য