clock ,

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন শেখ হাসিনা’, দাবি ঘনিষ্ঠ সহযোগীর, ধন্যবাদ দিলেন ভারতকে

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন শেখ হাসিনা’, দাবি ঘনিষ্ঠ সহযোগীর, ধন্যবাদ দিলেন ভারতকে

প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা। চাঞ্চল্যকর দাবি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী তথা মার্কিন আওয়ামি লিগের সহ-সভাপতি রাব্বি আলমের। সংবাদ সংস্থা এএনআই-কে গত বুধবার (১২ মার্চ) তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে হাসিনার প্রত্যাবর্তনের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকেও কটাক্ষ করেছেন তিনি। ইউনূসযেখান থেকে এসেছেন, সেখানেই তাঁর ফিরে যাওয়া উচিতবলে মন্তব্য করেছেন রাব্বি আলম।

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশের উপদেষ্টাকে বলতে চাই তিনি পদত্যাগ করে যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরে আসছেন শেখ হাসিনা। তরুণ প্রজন্ম ভুল করেছে। কিন্তু এটা তাদের দোষ নয়। তাদের ভুল বোঝানো হয়েছে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাব্বি আলম। এই পরিস্থিতির মোকাবিলায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশ হামলার মুখে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এর মোকাবিলা করা উচিত। রাজনৈতিক বিদ্রোহ হতেই পারে। কিন্তু বাংলাদেশে যা চলছে, তা রাজনৈতিক বিদ্রোহ নয়। এটা একটা সন্ত্রাসবাদী বিদ্রোহ।

শেখ হাসিনার নিরাপদে বাংলাদেশ ছেড়ে ভারতে আসা নিশ্চিত করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন আলম। তিনি বলেছেন, ‘আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং আমাদের সমর্থন করার জন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নিরাপদ ভ্রমণের পথ প্রদানের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই। আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ।

কী ভাবে এতটা আশাবাদী রাব্বি আলম? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির হাওয়া একটু একটু করে বদলাতে শুরু করেছে। যে ভাবে বাংলাদেশ জুড়ে অরাজকতা চলছে, বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, রাস্তাঘাটে আক্রান্ত হচ্ছেন মহিলারা, তাতে ইউনূস সরকারের প্রতি আস্থা হারাচ্ছেন মানুষ।

গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের আমলে একের পর এক ধর্ষণ, নারী-নিগ্রহ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শাহবাগে সমাবেশ করে ঢাকার ৩০টি কলেজের পড়ুয়ারা। ইউনূসের আমলে বাংলাদেশের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে, সরব হয়েছে খালেদা জিয়ার দল বিএনপি-ও। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় জুলাই আন্দোলনের সমন্বয়কদের নাম করে তোলাবাজি, ডাকাতি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। যাঁরা এক সময় প্রবল হাসিনা বিরোধী ছিলেন, তাঁদেরও অনেকে বলছেন, এর থেকে হাসিনা জমানাই ভালো ছিল। আর তাই আশায় বুক বাঁধছে আওয়ামি লিগ।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য