অবৈধ অভিবাসনের অপরাধে বাংলাদেশিসহ কয়েকজনকে গুয়ানতানামো বে’তে মার্কিন নৌঘাঁটিতে অবস্থিত কুখ্যাত বন্দিশিবিরে পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান ও ভেনেজুয়েলার ১০ অবৈধ অভিবাসী রয়েছেন। অবৈধ অভিবাসী হিসেবে তারা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য থেকে গ্রেপ্তার হয়েছেন। তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
যদিও তাদের মধ্যে কেউ সন্ত্রাসী বা বড় ধরনের অপরাধী নন। তবুও তাদের মধ্যে কয়েকজনকে বিদেশি অপরাধীদের আটক রাখার কারণে এই বন্দিশিবিরে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
তবে দেশটির এই পরিকল্পনার বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছে নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ)। ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে প্রতিকার চেয়ে শনিবার একটি আবেদন করেছে সংগঠনটি। এতে বলা হয়েছে, সেখানে অবস্থান করা অভিবাসীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। এই বন্দিদেরও সেখানে রাখা হলে তা যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন লঙ্ঘন করা হবে।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসেই গুয়ানতানামো বেতে মার্কিন নৌঘাঁটির বন্দিশিবিরে অবৈধ অভিবাসীদের পাঠানো শুরু করেন।
দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন আবেদনে উল্লেখ করেছে, গুয়ানতানামো বের বন্দিশিবিরগুলোর কক্ষ জানালাবিহীন। সেখানে অভিবাসীদের প্রতিদিন অন্তত ২৩ ঘণ্টা করে আটকে রাখার অভিযোগ রয়েছে। তাদের বিবস্ত্র করে তল্লাশি করা হয়। পরিবারের সঙ্গে যোগাযোগও করতে দেওয়া হয় না। সেখানকার নিরাপত্তা রক্ষীরা আটক ব্যক্তিদের ওপর আক্রমণও করে থাকে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?