বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক মিনারা আক্তার নিহত হয়েছেন। একই ঘটনায় সুমাইয়া আক্তার নামে আরও একজন শ্রমিক আহত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বনানী থানার ওসি রাসেল সরকার জানান, শ্রমিকদের অবরোধের ফলে বনানী এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
ডিএমপি ট্রাফিক গুলশান বিভাগের ডিসি মফুদুল ইসলাম বলেন, বিকল্প পথে যানবাহন চলাচল নিশ্চিত করতে কিছু গাড়িকে ক্যান্টনমেন্টের ভেতর, কিছু গাড়িকে রামপুরা রোড ও প্রগতি সরণি দিয়ে ডাইভারশন করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?