clock ,

ফ্যাসিস্টমুক্ত দেশেও পূরণ হয়নি জনপ্রত্যাশা: বিএনপি নেতা আমান

ফ্যাসিস্টমুক্ত দেশেও পূরণ হয়নি জনপ্রত্যাশা: বিএনপি নেতা আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজারো প্রাণের বিনিময়ে দেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি। বৃহস্পতিবার খুলনায় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যেই আয়োজনের দাবি জানিয়ে আমান বলেন, “ফ্যাসিস্ট হাসিনা হত্যা, গুম নির্যাতন করেছেন। ইলিয়াস আলী, ছাত্রনেতা সুমনসহ বিএনপির হাজারো নেতাকর্মী গুম-নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগের অবৈধ এমপি-মন্ত্রী কেউ ছাড় পাবে না।

খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় সভায় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন উপস্থিত ছিলেন।

এর আগে যশোরের একটি হোটেলে খুলনা বিভাগের ছয় জেলার সাবেক এমপি, বিএনপি অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় আমান বলেন, “বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা হত্যার দায়ে হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত। তিনি আক্রোশের রাজনীতি করতেন এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। তাদের আর দেশে ফেরার সুযোগ নেই।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বক্তব্য দেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য