ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি জানিয়েছে রাশিয়া। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছু শর্ত দিয়ে বলেছেন, সংঘাতের মূল কারণগুলোর সুরাহা করা জরুরি।
বৃহস্পতিবার সকালে মস্কো পৌঁছায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তারা এক মাসের যুদ্ধবিরতির মাধ্যমে স্থায়ী শান্তির পথে এগোনোর চেষ্টা করছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, রাশিয়াকে রাজি করাতে উইটকফের এই সফর।
বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, যুদ্ধবিরতির আগে সংকটের মূল কারণ চিহ্নিত করা ও তা সমাধান করা প্রয়োজন। তিনি সেনা সংগ্রহের মাধ্যমে নতুন সংঘাতের প্রস্তুতি না নেওয়া এবং কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয়দের অনুপ্রবেশ বন্ধের দাবি জানান। প্রয়োজনে সরাসরি ট্রাম্পের সঙ্গে ফোনালাপেরও পরামর্শ দেন তিনি।
ইতিমধ্যে ইউক্রেন মার্কিন প্রস্তাবে সম্মতি জানিয়েছে। ট্রাম্প বলেছেন, তিন বছরের যুদ্ধ বন্ধে তিনি আশাবাদী। পুতিনও শান্তিপূর্ণ সমাধানের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?