রাজধানীর মোহাম্মদপুরে প্রবর্তনা নামে একটি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রবর্তনা বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার এবং উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান। ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তদন্ত চলছে।
শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অবস্থিত প্রবর্তনা দোকানে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি পেট্রোল বোমার বোতল উদ্ধার করেছেন।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে রশি দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?