নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জন সদস্যকে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া সদস্যদের মধ্যে অন্যতম সংগঠক সাইফুল ইসলাম রয়েছেন। প্রেস উইং জানায়, গতকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, সংগঠনের সাম্প্রতিক সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সদস্যদের শনাক্ত করা হয়। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হিযবুত তাহরীরের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী সংগঠনটির কার্যক্রমের ওপর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?