প্রবাসীদের অবদানে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে মন্তব্য করে তাদের সম্মানে বিমানবন্দরে ভিআইপি মর্যাদায় সেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, “প্রবাসীদের সহযোগিতায় আমরা আজ শক্তভাবে দাঁড়াতে পেরেছি। তারা আমাদের থেকে কখনো বিচ্ছিন্ন নন। আমরা চাই, প্রবাসীদের দেশে আসা-যাওয়া শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হোক। তাই বিমানবন্দরে তাদের ভিআইপি মর্যাদায় সেবা দেওয়া হবে।”
সভায় বিমানযোগে পণ্য পরিবহণে কার্গো ভাড়া কমানোর দাবি তোলেন প্রবাসী ব্যবসায়ীরা। জবাবে অধ্যাপক ইউনূস জানান, “কার্গো পরিবহণের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করেছি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর ব্যবহার করে কীভাবে পণ্য পরিবহন আরও সহজ করা যায়, তা নিয়েও আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, “সাধারণত যাত্রী পরিবহণকেই গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এখন পণ্য পরিবহণকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি। এটি রপ্তানিকারকদের জন্য বড় সুযোগ হয়ে উঠবে।”
প্রবাসীদের প্রশাসনিক সেবা সহজ করতে পাসপোর্টসহ সকল নাগরিক সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ প্রক্রিয়ায় প্রবাসীদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানান ড. ইউনূস।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?