ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, নিজেদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই।
তবে গতকাল উন্মোচিত ভারতের জার্সিতে দেখা গেছে আয়োজক পাকিস্তানের নাম। মানে রোহিত-কোহলিরা পাকিস্তানের নামসংবলিত জার্সি পরেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন। আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। এরপরও নিয়ম অনুসারে জার্সিতে মূল আয়োজক পাকিস্তানের নাম রাখার কথা ভারতের।
বৈশ্বিক টুর্নামেন্টগুলোয় এমনটাই হয়ে আসছে। সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। কোনো কারণে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে গেলেও আয়োজক দেশের নামটাই লেখা থাকে।
এর এক দিন আগে অবশ্য করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা উত্তোলন করা হয়নি। ভারত ছাড়া আসরে অংশ নেওয়া বাকি সাত দলের পতাকা উত্তোলন করে পিসিবি। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে এর ব্যাখ্যা দিয়ে পিসিবি জানিয়েছে, ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় পতাকা উত্তোলন হয়নি।
এছাড়া পিসিবি জানিয়েছে, আইসিসি ম্যাচের দিন সর্বোচ্চ চারটি পতাকা উত্তোলনের পরামর্শ দিয়েছে। আইসিসির পতাকা, স্বাগতিক পাকিস্তানের পতাকা ও যে দুই দল ম্যাচ খেলবে তাদের পতাকা। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ভারতের পতাকা উত্তোলন করা হবে না।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?