clock ,

পাকিস্তানে ট্রেনে জঙ্গি হামলা, ৪৫০ যাত্রী জিম্মি

পাকিস্তানে ট্রেনে জঙ্গি হামলা, ৪৫০ যাত্রী জিম্মি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি চলন্ত ট্রেনে হামলা চালিয়ে ৪৫০ জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে সশস্ত্র জঙ্গিরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে হামলার ঘটনায় ট্রেনের চালকসহ কয়েকজন যাত্রী আহত হন। পরে বন্দুকধারীরা ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

প্রদেশের রাজধানী কোয়েটার জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানান, ‘‘বন্দুকধারীরা চলন্ত ট্রেনটির ৪৫০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করেছে।’’

জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারের উদ্দেশে যাত্রা করেছিল। বোলান জেলার মুশকাফ এলাকায় পৌঁছালে বন্দুকধারীরা হামলা চালায়। ট্রেনের ৯টি বগিতে থাকা যাত্রীদের জিম্মি করা হয়।

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ট্রেনের নিরাপত্তা বাহিনীর সদস্যসহ যাত্রীদের জিম্মি করা হয়েছে। তবে প্রাদেশিক সরকার রেলওয়ে কর্তৃপক্ষ এখনো বিষয়ে নিশ্চিত করেনি।

হামলার খবর পেয়েই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বেলুচিস্তানের সরকারি মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, যাত্রীদের নিরাপদে উদ্ধারে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সরকারি সব সংস্থাকে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পার্বত্য এলাকা হওয়ায় জঙ্গিদের জন্য অঞ্চলে হামলা চালানো সহজ হয়ে উঠেছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

গত বছর নভেম্বরে, একই সংগঠনের সদস্যরা বেলুচিস্তানের এক রেলওয়ে স্টেশনে পাকিস্তানি সৈন্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায়। এতে ১৯ সৈন্যসহ অন্তত ২৭ জন নিহত হন।

বেলুচিস্তান প্রদেশে বিপুল পরিমাণ খনিজ সম্পদ, স্বর্ণ তামার খনি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দর রয়েছে, যেখানে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে। অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ চলছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য