মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে সরকার নির্ধারিত অর্থের পাঁচ গুণ বেশি অর্থ আদায় করে ১১২৮ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। মামলায় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। এজাহারে বলা হয়েছে, ১২টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৬৭,৩৮০ জন শ্রমিকের কাছ থেকে ১১২৮ কোটি ৬১ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। শ্রমিকপ্রতি ১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা বেশি নেওয়া হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন
আ হ ম মুস্তফা কামাল (ওরফে লোটাস কামাল) ও তার স্ত্রী কাশমিরি কামাল—তাদের প্রতিষ্ঠান ওরবিটাল এন্টারপ্রাইজ ৬,০২৯ শ্রমিকের কাছ থেকে ১০০.৯৮ কোটি টাকা অতিরিক্ত আদায় করেছে।
সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী—তাদের প্রতিষ্ঠান স্নিগ্ধা ওভারসিজ ৬,৬৫৭ শ্রমিকের কাছ থেকে ১১১.৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে।
ফেনী-৩ আসনের এমপি (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার মেয়ে—তাদের প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড ৭,১২৪ শ্রমিকের কাছ থেকে ১১৯.৩২ কোটি টাকা আত্মসাৎ করেছে।
বিনিময় ইন্টারন্যাশনাল ৫,৪৫৮ শ্রমিকের কাছ থেকে ৯১.৪২ কোটি টাকা বেশি আদায় করেছে।
ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেড ৭,৭৮৭ শ্রমিকের কাছ থেকে ১৩০.৪৩ কোটি টাকা আত্মসাৎ করেছে।
আহমদ ইন্টারন্যাশনাল ৮,৫৯২ শ্রমিকের কাছ থেকে ১৪৩.৯১ কোটি টাকা বেশি আদায় করেছে।
এজাহারে আরও বলা হয়েছে, আসামিরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে সিন্ডিকেট গঠন করে অবৈধভাবে টাকা আদায় করেছে এবং বিদেশে পাচার করেছে।
দুদক বলছে, এ মামলার মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে শ্রমিকদের অধিকার ও ন্যায্যতার প্রশ্নে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?