clock ,

নিউইয়র্কে ১৩ এপ্রিল বাংলাদেশ ডে প্যারেড, সফল করতে সবার সহযোগিতা কামনা

নিউইয়র্কে ১৩ এপ্রিল বাংলাদেশ ডে প্যারেড, সফল করতে সবার সহযোগিতা কামনা

বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস উদযাপনে নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ১৩ এপ্রিল, রোববার, বেলা ১১টায় কুইন্সের জ্যাকসন হাইটসে ৩৭ অ্যাভিনিউতে (৬৯ স্ট্রিট থেকে ৮৬ স্ট্রিট পর্যন্ত) এ বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হবে।

প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশ সোসাইটি প্যারেডের আয়োজক, এবং এতে সহযোগিতা করছে হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস। আয়োজক কমিটির অন্যতম সদস্য ফাহাদ সোলায়মান জানিয়েছেন, এই প্যারেডে যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি ও নেতারা অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রেটিরাও থাকবেন সম্মুখসারিতে, যা উৎসবের মাত্রা আরও বাড়িয়ে তুলবে।


বাংলাদেশের যে তারকারা প্যারেডে অংশ নেবেন, তাঁদের মধ্যে রয়েছেন—অপূর্ব, নওশীন মৌ, দেবাশীষ বিশ্বাস, রিচি সোলায়মান, প্রতীক হাসান, আনিসুর রহমান মিলন, জায়েদ খান, নোভা ফিরোজ, কাজী মারুফ ও নাদিয়া আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানিয়েছেন, ইতিমধ্যে প্রায় ২৫টি সংগঠন প্যারেডে অংশ নিতে নিবন্ধন করেছে এবং আরও অনেক সংগঠন আগ্রহ দেখিয়েছে। অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ ডলার।

বাংলাদেশ ডে প্যারেড সফল করতে আয়োজকরা সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য