আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে শর্ত পর্যালোচনায় ঢাকায় আসছে। আগামীকাল (শনিবার) দলটি ঢাকায় পৌঁছাবে এবং রবিবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে প্রাথমিক বৈঠক করবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই সপ্তাহের এই সফরে প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। এর মধ্যে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ রয়েছে।
বৈঠকগুলোতে ঋণচুক্তির আওতায় নির্ধারিত সংস্কারমূলক পদক্ষেপ ও শর্ত বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখবে আইএমএফ। সফরের শেষ দিনে, অর্থাৎ ১৭ এপ্রিল, ঢাকায় একটি প্রেস ব্রিফিং করবে প্রতিনিধি দল। সেদিন অর্থ উপদেষ্টার সঙ্গে আরও একটি বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?