বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি বিদেশের মাটিতে ট্রফি জিতে এনে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। গ্লোবাল সুপার লিগ (জিএসএল) জিতে রংপুর রাইডার্স নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এবার সেই গর্বিত অর্জন নিজেদের ঢেরা রংপুরের মানুষের সঙ্গে ভাগাভাগি করতে যাচ্ছে দলটি।
শুধু জিএসএল ট্রফি নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও রংপুরে নিয়ে যাবে রাইডার্স।
২০ জানুয়ারি আয়োজিত এই ট্রফি ট্যুরে রংপুর রাইডার্স আয়োজন করেছে একাধিক জমকালো কর্মসূচি। দলের ক্রিকেটাররা হেলিকপ্টারে করে রংপুরে পৌঁছাবেন। সেখানে দুই ট্রফি—জিএসএল এবং বিপিএল নিয়ে শহরের বিভিন্ন স্থানে থাকবে নানা কার্যক্রম।
রংপুরবাসীর জন্য থাকছে দেড় হাজার রংপুর রাইডার্সের জার্সি উপহার। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’–ও যোগ দেবে এই আয়োজনে। দুপুর ১টায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর ২টায় রংপুর ক্রিকেট গার্ডেনে আয়োজন করা হবে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট।
এছাড়া সাধারণ ভক্তদের জন্য থাকছে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ। বিকেল ৩টায় শুরু হবে বিশেষ কনসার্ট, যেখানে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ‘এভোয়েড রাফা’।
২০২৩ সালের ৬ ডিসেম্বর গায়নায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে ট্রফি জিতেছিল রংপুর রাইডার্স। পাঁচ দেশের সেরা পাঁচ দলের এই প্রতিযোগিতায় নুরুল হাসান সোহানের নেতৃত্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছিল দলটি।
বিপিএলেও দুর্দান্ত ফর্মে আছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত তারা আসরের ৮টি ম্যাচেই জয় পেয়েছে। এই অসাধারণ সাফল্য রংপুরবাসীর সঙ্গে উদযাপনের জন্যই এই বিশেষ আয়োজন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?