বিশ্বব্যাপী জনপ্রিয় চীনা মালিকানাধীন সামাজিক মাধ্যম টিকটক বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা দুইশ কোটির বেশি। তবে বিশাল জনপ্রিয়তা সত্ত্বেও বিভিন্ন শক্তিশালী দেশের কড়া নজরদারির কারণে টিকটকের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট একটি মামলার রায়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন বৈধ ঘোষণা করেছে। ওই আইন অনুসারে, টিকটকের মালিকানা বদলাতে হবে, নতুবা এটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। মূলত নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার উদ্বেগ থেকে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেয়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, সুপ্রিম কোর্টের রায় কার্যকর হলে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না থাকলে রোববার থেকেই যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের আইনি দল সময় চেয়ে সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছে, যাতে তারা একটি সমাধান খুঁজে পেতে পারে। যদিও আদালত সেই সময় দেয়নি।
রায়ের কিছুক্ষণ পর, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্পেশালে পোস্ট করেন যে তিনি পরিস্থিতি পর্যালোচনা করবেন। তিনি সবাইকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, "টিকটক বিষয়ে আমার সিদ্ধান্ত শিগগিরই আসবে, তবে পরিস্থিতি মূল্যায়নের জন্য সময় প্রয়োজন। অপেক্ষায় থাকুন।"
টিকটকের মালিক চীনা কোম্পানি বাইটডান্স। যুক্তরাষ্ট্রের দাবি, টিকটক ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের হাতে যেতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ। এছাড়া টিকটকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা শিশুদের তথ্য সংগ্রহসহ গোপনীয়তার নিয়ম লঙ্ঘন করছে।
এনডিটিভি জানিয়েছে, ২০২০ সালে ভারতেও টিকটক নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার পাশাপাশি লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। এর কয়েক সপ্তাহ পর ভারত সরকার ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে, যার মধ্যে টিকটক ছিল।
এদিকে বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প যদি তার দ্বিতীয় মেয়াদে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে টিকটক চালু রাখার সমাধান খুঁজে পান, তবে এটি তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়াবে।
ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর ভারতীয়রা চীনা অ্যাপ রেডনোট ব্যবহার শুরু করেছিল। আবার যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার সম্ভাবনায় অনেকে অন্য অ্যাপ খুঁজতে শুরু করেছে। প্রযুক্তির এই যুগে মানুষ এক অ্যাপ থেকে আরেক অ্যাপে স্থানান্তরিত হবে বলেই ধারণা করা যায়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?