গাজা যুদ্ধবিরতি চুক্তি রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। এর মাধ্যমে টানা ১৫ মাস ধরে চলা যুদ্ধের আনুষ্ঠানিক বিরতি শুরু হচ্ছে।
পোস্টে মাজেদ আল-আনসারি উল্লেখ করেন, হামাস ও ইসরায়েল এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। গাজার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে এবং সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।’
ইসরায়েলের মন্ত্রিসভা শুক্রবার ছয় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গভীর রাতে এই চুক্তি অনুমোদন করে।
চুক্তি অনুযায়ী, প্রথম ছয় সপ্তাহে হামাস ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং এর বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এ সময় ইসরায়েলি বাহিনী গাজার ঘনবসতিপূর্ণ এলাকা ছেড়ে যাবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বাড়ি ফেরার অনুমতি পাবে। প্রতিদিন শত শত ত্রাণবাহী লরিকে গাজায় প্রবেশের সুযোগও দেবে তেল আবিব।
প্রথম ধাপের ১৬তম দিনে চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। এই ধাপে পুরুষ ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়া হবে। তৃতীয় ও শেষ ধাপে গাজার পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে, যা শেষ হতে কয়েক বছর লাগতে পারে।
তবে হামাস জানিয়েছে, যদি যুদ্ধবিরতি স্থায়ী না হয় এবং ইসরায়েলি বাহিনী গাজা না ছাড়ে, তাহলে তারা প্রথম ধাপের পর আর কোনো জিম্মিকে মুক্তি দেবে না।
মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, প্রথম ধাপে যে জিম্মিরা মুক্তি পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন বেসামরিক নারী, শিশু, নারী সেনা, বয়স্ক ব্যক্তি, অসুস্থ এবং আঘাতপ্রাপ্ত বেসামরিকরা।
ইসরায়েল জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রথম দিন রোববারেই তিন জিম্মির মুক্তির ব্যাপারে আশাবাদী। পরবর্তী ছয় সপ্তাহে ধাপে ধাপে ছোট দলে বাকিরাও মুক্তি পাবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক হামলায় ১,২০০ মানুষ নিহত ও ২৫১ জনকে জিম্মি করার প্রতিশোধ নিতে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ১৫ মাসের যুদ্ধে গাজার প্রায় ৪৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। পুরো উপত্যকাটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ২৩ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?