নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার চর জয়নগর গ্রামে সৌদি প্রবাসী আকরাম শেখ (৪৩) হত্যাকাণ্ডের জেরে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রমজান মাসে সংঘটিত এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে গ্রামের অন্তত ২১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে আতঙ্কে পুরুষরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন, আর নারীরাও আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে।
মধুমতী নদীর তীরবর্তী চর জয়নগর গ্রামটি সৌদি প্রবাসী অধ্যুষিত। ফলে গ্রামের অধিকাংশ ঘরবাড়ি পাকা হলেও প্রতিপক্ষের তাণ্ডবে অনেক ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্রামজুড়ে ঘুরে দেখা যায়, প্রায় ১৫-২০টি বাড়ি এখন জনশূন্য। বসবাসের অযোগ্য এসব বাড়িতে দেখা মেলেনি কোনো মানুষজনের।
আশ্রয় নেওয়া নারীরা অভিযোগ করেন, “আমাদের বাড়ি-ঘরের ওপর পরিকল্পিত হামলা হয়েছে। আমরা প্রাণভয়ে গ্রাম ছেড়েছি। এখন জীবনের নিরাপত্তা চাই। চাই ন্যায়বিচার এবং আমাদের ঘরে ফেরার সুযোগ।”
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে গত ১২ মার্চ সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন চর জয়নগরের একটি দোকানে আকরাম শেখকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এই ঘটনার পরপরই প্রতিপক্ষের পিরু শেখ, ইকরাম শেখ, দ্বীন ইসলাম মোল্যার নেতৃত্বে ৫০-৬০ জন মিলে প্রতিপক্ষের আনসার জমাদ্দার, ইসমাইল জমাদ্দার, ফহম সিকদারসহ অন্তত ২০ পরিবারের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
হত্যার পাঁচ দিন পর নিহত আকরাম শেখের ভাই ইকরাম শেখ ৪৬ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, আকরাম শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনসার জমাদ্দার ও বকুল শেখকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ভাঙচুর-লুটপাটের মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এখনো আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে থাকা বাসিন্দারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি জানাচ্ছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?