clock ,

ভারতীয়দের বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি সরকার

ভারতীয়দের বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি সরকার

ভারতীয় হজযাত্রীদের জন্য নির্ধারিত বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ কমিয়ে দিয়েছে সৌদি আরব। দেশটির এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১২ এপ্রিল, যা নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস

খবরে বলা হয়, সৌদি সরকারের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মিরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, হজ কোটা কমিয়ে দেওয়ায় চলতি বছর হাজার হাজার ভারতীয় মুসলিমের হজযাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি জানান, প্রায় ৫২ হাজার ভারতীয় হজযাত্রী ইতোমধ্যে হজের যাবতীয় পেমেন্ট সম্পন্ন করেছেন। এখন তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

তবে সৌদি সরকার ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছে, তা স্পষ্ট নয়। ভারতের কেন্দ্রীয় সরকারও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি কিংবা কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তাও অজানা।

প্রসঙ্গত, হজ ইসলাম ধর্মের একটি অন্যতম স্তম্ভ। সামর্থ্যবান মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারত থেকেও বিপুলসংখ্যক মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। এই হজযাত্রার জন্য দেশটিতে সরকারি এবং বেসরকারি উভয় কোটার ব্যবস্থা রয়েছে।

জানা গেছে, বেসরকারি কোটায় বড় ধরনের এই পরিবর্তন এলেও সরকারি কোটায় কোনো কাটছাঁট করা হয়নি।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য