ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষোভের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে সেখানে বিক্ষুব্ধ ছাত্র-জনতা জড়ো হন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সন্ধ্যার পর থেকে ছাত্র-জনতা সেখানে অবস্থান নেন এবং পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাত ৮টার দিকে বিক্ষোভ তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে তারা ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালান এবং বাড়ির একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল। বিক্ষোভকারীরা দাবি করেন, তারা ছাত্র হত্যা ও দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। এর আগে, ২০২৩ সালের ৫ আগস্টেও একই স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। বিক্ষোভকারীরা বলেছেন, তারা অবিলম্বে বিচার ও জবাবদিহিতা চান এবং এ সংক্রান্ত দাবিগুলো তুলে ধরছেন।
অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?