শান্ত স্বভাবের ভদ্র ফুটবলার হিসেবে পরিচিত হলেও এবার বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। ধর্ম অবমাননার অভিযোগে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) তাকে জরিমানা করেছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ শেষে মার্তিনেজের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তোলে ফেডারেল প্রসিকিউটরের অফিস। দাবি করা হয়, খেলার সময় তিনি দু’বার আপত্তিকর ধর্মীয় শব্দ উচ্চারণ করেন, যা সম্প্রচারের সময় টিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে।
যদিও মার্তিনেজ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন, তারপরও তদন্ত চালায় প্রসিকিউটরের দপ্তর। তদন্তে অডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে ৫ হাজার ইউরো জরিমানা করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা।
তবে ঠিক কী ধরনের শব্দ তিনি উচ্চারণ করেছিলেন, তা স্পষ্ট করেনি ফুটবল ফেডারেশন। ফলে তদন্ত শেষে কিছু প্রশ্ন থেকেই গেছে, যা পুরো বিষয়টিকে ঘিরে রেখেছে ধোঁয়াশায়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?