সৌদি আরবের দাম্মামে ফুড ডেলিভারি করতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইসহাক সায়েদ (২১) নামে এক বাংলাদেশি যুবক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা। বুধবার (৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৩টার দিকে এবং বাংলাদেশ সময় ভোররাতে দাম্মামে দুর্ঘটনাটি ঘটে। ইসহাক ‘হাংগেরি’ নামের একটি ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ইসহাক জীবিকার তাগিদে গত বছরের আগস্টে সৌদি আরবে পাড়ি জমান। তার বাবা খোরশেদ আলম জানান, “রাতে ডিউটির সময় মোটরসাইকেলে করে খাবার পৌঁছে দিতে বের হলে সড়কে একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই আমার ছেলের মৃত্যু হয়।”
কান্নাভেজা কণ্ঠে তিনি সরকারের প্রতি আবেদন জানিয়ে বলেন, “আমার সন্তানের লাশ যেন দ্রুত দেশে ফেরত আনা হয়, যাতে আমি নিজ হাতে তাকে দাফন করতে পারি।”
ইসহাকের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম জানান, “নিহতের লাশ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?