clock ,

দুবাই ফেরত যাত্রীর অন্তর্বাসে লুকানো দেড় কেজি স্বর্ণ উদ্ধার

দুবাই ফেরত যাত্রীর অন্তর্বাসে লুকানো দেড় কেজি স্বর্ণ উদ্ধার

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমস কর্মকর্তারা। অভিনব কৌশলে পরনের অন্তর্বাস গেঞ্জিতে সোনা গলিয়ে লেপটে রাখলেও শেষ রক্ষা হয়নি আলীম উদ্দিন (৪০) নামের ওই যাত্রীর।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসেন আলীম উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে ওসমানী বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর তাকে উড়োজাহাজ থেকেই সরাসরি নামিয়ে আনা হয়। পরে দেহ স্ক্যান করে তার পরিধেয় কাপড়ে স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে।

কাস্টমস কর্মকর্তারা জানান, আলীমের পরনে চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট একটি প্যান্ট ছিল। সবগুলো কাপড়েই গলানো সোনার প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছিল বিশেষ আবরণ। কাপড়গুলো সংগ্রহ করে পুড়িয়ে সেখান থেকে সোনাগুলো উদ্ধার করা হয়েছে।

সিলেট কাস্টমসের সহকারী কমিশনার (বিমানবন্দর এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক বলেন, "আলীম উদ্দিন সোনা পাচারের উদ্দেশ্যে একাধিক কাপড়ে বিশেষভাবে সোনা লেপন করে এনেছিলেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, আলীমের সঙ্গে একই বিমানে আরও এক স্বর্ণ চোরাচালানকারী ছিলেন, যাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সংস্থা সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে সোনা চোরাচালানের নতুন নতুন অভিনব পন্থা নজরে আসছে, যার বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য