clock ,

ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান চালু গেম চেঞ্জার হিসেবে কাজ করবে

ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান চালু গেম চেঞ্জার হিসেবে কাজ করবে

বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক বর্তমানে সুষ্ঠু কার্যকরীভাবে এগিয়ে চলেছে, তবে এই সম্পর্ককে আরও ত্বরান্বিত ফলপ্রসূ করার জন্য নতুন পদক্ষেপের প্রয়োজন রয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত . মোহাম্মদ মনিরুল ইসলাম শুক্রবার ( মার্চ) উজবেকিস্তানের উপ-যোগাযোগ মন্ত্রী চোরিয়েভ জাসুরবেক এরগাশেভিচের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

উজবেকিস্তানের রাষ্ট্রদূত, ঢাকা-তাসখন্দ রুটে সরাসরি বিমান যোগাযোগ চালুর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এটি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং পর্যটন খাতে নতুন দিগন্ত খুলে দেবে।  রাষ্ট্রদূত উজবেকিস্তান এয়ারলাইন্স চালুর বিষয়ে বাংলাদেশের উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, এর মাধ্যমে দুদেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ হবে এবং এটি একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। তিনি বলেন, সরাসরি বিমান যোগাযোগের মাধ্যমে আরও দ্রুত কার্যকরী যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে, যা সম্পর্কের আরও গভীরতা বিস্তার আনবে।

উপ-যোগাযোগ মন্ত্রী এরগাশেভিচ বাংলাদেশ উজবেকিস্তানের মধ্যকার ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় মেলবন্ধনের উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে উজবেকিস্তান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ঢাকা-তাসখন্দ রুটে উজবেকিস্তান এয়ারলাইনস চালুর ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহের ওপর আলোকপাত করে তা সমাধানের প্রক্রিয়া উপায়সমূহ সম্পর্কে তার মতামত তুলে ধরেন। বিষয়ে উজবেক কর্তৃপক্ষের আন্তরিকতা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন। এয়ার সার্ভিস চুক্তিটি সম্পন্ন করার বিষয়টি উজবেকিস্তান সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে তিনি যোগ করেন।

বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কে নতুন মাত্রা গতি সঞ্চালনে উভয় পক্ষ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।এ সময় দূতাবাসের মিনিস্টার মো. নাজমুল আলমসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য