নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি নিশ্চিত করেছেন যে আগামী নির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইসি মাছউদ বলেন, আমরা প্রভাবমুক্ত থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে এবং ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ তৈরির কাজ চলছে। ফলে নির্বাচন কমিশন এখন সম্পূর্ণরূপে জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছে।
বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন:জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ ও জেলার বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা।
ইসি মাছউদ বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের মানুষের জন্য গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?