বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ নিয়ে আদানি গ্রুপ নতুন করে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি)। চিঠিতে চলতি বছরের জুন মাসের মধ্যে বকেয়া ৮৪ কোটি ৫০ লাখ ডলার পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া বিল জুনের মধ্যে শোধ করলে বিলম্ব ফি মওকুফের প্রস্তাবও দিয়েছে তারা।
এর আগে গত বছরের ৭ নভেম্বর আদানি বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে সময়সীমা নির্ধারণ করে চিঠি দিয়েছিল এবং ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট থেকে বিদ্যুৎ রফতানি বন্ধ করে দেয়।
গতকাল পিডিবিকে পাঠানো চিঠিতে আদানি জানিয়েছে, পিডিবির কাছে তাদের পাওনা ৮৪ কোটি ৫০ লাখ ডলার। ৬ জানুয়ারি পর্যন্ত সরবরাহ করা বিদ্যুতের বিল থেকে এই বকেয়া জমেছে। আদানি সতর্ক করে বলেছে, জুনের মধ্যে বিল পরিশোধ না হলে চুক্তি অনুসারে বিলম্ব ফি দিতে হবে। তবে পিডিবির হিসাবে, আদানির পাওনা ৭০ কোটি ডলারের মতো।
বকেয়া বিল পরিশোধ নিয়ে সমস্যা সমাধানে ৯ জানুয়ারি আদানি ও বিপিডিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের আলোচনার ভিত্তিতেই ১৬ জানুয়ারি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে আদানি। চিঠিতে বলা হয়েছে, বকেয়া না মেটানোর ফলে গড্ডা বিদ্যুৎ কেন্দ্র তারল্য সংকটে ভুগছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?