চট্টগ্রামের চকবাজারে খালে পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সি শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ১৪ ঘণ্টা পর শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে চাক্তাই খাল থেকে তার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।
শিশুটির মরদেহ ঘটনাস্থল থেকে প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার দূরে, নিজ বাড়ির কাছাকাছি অবস্থানে খালের পানিতে ভেসে থাকতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ ও আনসারের যৌথ অভিযানের অংশ হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নবাব হোটেল সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় হিজলা খালে পড়ে যায় যানবাহনটি। স্থানীয়রা রিকশাচালককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারলেও পানির প্রবল স্রোতে ভেসে যান শিশুটির মা ও দাদি। পরে সিটি করপোরেশনের কর্মীদের সহায়তায় তাদের জীবিত উদ্ধার করা গেলেও শিশুটিকে পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। টানা রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
সেহরিশের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, “প্রতিবার দুর্ঘটনার পর আলোচনার ঝড় ওঠে, কিছুদিন পর সব থেমে যায়। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান আসে না।”
চট্টগ্রাম নগরের খাল ও নালার অরক্ষিত অবস্থার কারণে গত চার বছরে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনই শিশু।
শিশুটির পরিবার ও এলাকাবাসীর দাবি—খাল ও ড্রেনগুলোতে নিরাপত্তা ব্যারিকেড ও কভার স্থাপন করা হোক, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?