ট্যাপট্যাপ সেন্ড-এর মাধ্যমে বিকাশে রেমিট্যান্স গ্রহণ করে পুরস্কার পেয়েছেন ১৫ জন গ্রাহক। সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স গ্রহণকারীরা পেয়েছেন মোটরবাইক ও ইলেকট্রনিক পণ্যের কুপন।
সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহক পেয়েছেন ১ লাখ ৮০ হাজার টাকার মোটরবাইক কুপন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুইজন পেয়েছেন যথাক্রমে ৫০ হাজার ও ৩০ হাজার টাকার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কুপন।
এছাড়া প্রতি সপ্তাহে তিনজন করে মোট ১২ জন গ্রাহক পেয়েছেন ১৫ হাজার, ১০ হাজার এবং ৫ হাজার টাকার ইলেকট্রনিক ডিভাইস কুপন।
এই উদ্যোগের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণ ও গ্রহণে উৎসাহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে বিকাশ ও ট্যাপট্যাপ সেন্ড কর্তৃপক্ষ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?