হলিউডের আলোচিত ফ্যান্টাসি ছবি ‘স্নো হোয়াইট’ গত ২১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেলেও লেবাননের প্রেক্ষাগৃহে এটি দেখা যাবে না। ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডোট ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করায় লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনেমাটি সরাসরি নিষিদ্ধ ঘোষণা করেছে।
লেবাননের স্থানীয় সংবাদমাধ্যম ও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার ছবিটি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ কর্তৃপক্ষ সিনেমাটি নিষিদ্ধ করার সুপারিশ করে, যার মূল কারণ হিসেবে গ্যাল গ্যাডোটের উপস্থিতিকে উল্লেখ করা হয়।
চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ও গাজার পরিস্থিতিকে কেন্দ্র করে লেবাননে ইসরায়েলি শিল্পীদের ওপর আগ্রহ ও গ্রহণযোগ্যতা দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি পটভূমির যেকোনো শিল্পীর অংশগ্রহণকে এখন দেশটির জনগণ ও সরকার কঠোরভাবে বিবেচনা করছে।
গ্যাল গ্যাডোট এর আগেও বিতর্কে জড়িয়েছেন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করেছেন এবং সামাজিক মাধ্যমে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় নানা সময়ে আরব দেশগুলোর সমালোচনার মুখে পড়েছেন।
এর আগে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিটিও গ্যাল গ্যাডোটের কারণে লেবানন ও কুয়েতে নিষিদ্ধ হয়েছিল।
শুধু অভিনেত্রী নয়, ‘স্নো হোয়াইট’ ছবিটি নিয়েও বেশ কিছু বিতর্ক রয়েছে। ডিজনির এই রিমেককে ঘিরে সমালোচনা হচ্ছে চরিত্রের নতুন উপস্থাপন, কাস্টিং, ও মূল গল্প থেকে বিচ্যুতির কারণে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?