clock ,

গাছ কাটাকে কেন্দ্র করে বাবাকে কুপিয়ে হত্যা, পালাতে গিয়ে ছেলের মৃত্যু

গাছ কাটাকে কেন্দ্র করে বাবাকে কুপিয়ে হত্যা, পালাতে গিয়ে ছেলের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে ছেলের হাতে বাবার নির্মম হত্যার ঘটনা ঘটেছে। বাবাকে কুপিয়ে হত্যার পর পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ঘাতক ছেলে। রবিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারী কান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন মকবুল হোসেন মোল্ল্যা (৬৫) তার ছেলে রুবেল মোল্ল্যা (৩৫)

পুলিশ স্থানীয়দের বরাতে জানা গেছে, কৃষক মকবুল হোসেন মোল্ল্যা কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করেন। এরপর থেকেই তার প্রথম পক্ষের ছেলে রুবেল মোল্ল্যার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। রুবেল মালয়েশিয়ায় থাকতেন এবং কিছুদিন আগেই দেশে ফেরেন। দেশে ফিরে তিনি বাবার কাছ থেকে আলাদা হয়ে নিজে একটি ঘর তৈরি করেন এবং বাড়ির আশপাশে কিছু গাছ লাগান।

সম্প্রতি মকবুল হোসেন ছেলের অনুমতি ছাড়া তার লাগানো কিছু গাছ কেটে ফেলেন। বিষয়টি জানতে পেরে রুবেল ক্ষুব্ধ হয়ে রবিবার রাতে বাবার বাড়িতে যান এবং এর কারণ জানতে চান। একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক হয়, যা রূপ নেয় ভয়ংকর সংঘর্ষে।

উত্তেজনার একপর্যায়ে রুবেল দেশীয় তৈরি দা দিয়ে বাবার মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে মকবুল গুরুতর আহত হন। হামলার পর রুবেল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাড়ির পাশের ক্ষেতে পড়ে থাকা গাছের ডালের সঙ্গে তার লুঙ্গি আটকে যায়। এতে তিনি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান এবং সেখানেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে, স্থানীয়রা আহত মকবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোক্তারের চর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের মেম্বার নিউ মাইকেল জানান, রুবেলের মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয়বার বিয়ে করলে বাবা-ছেলের মধ্যে বিরোধ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। সম্প্রতি মালয়েশিয়া ফেরত রুবেল বাবার বিরুদ্ধে ক্ষোভ পুষে রেখেছিলেন, যা গাছ কাটার ঘটনায় চরম আকার ধারণ করে। স্থানীয়দের ভাষ্যমতে, রুবেল বাবাকে কুপিয়ে হত্যা করার পর পালানোর সময় মাঠে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, এটি একটি পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘটিত হত্যাকাণ্ড। বাবাকে হত্যা করার পর পালানোর সময় মাঠে পড়ে গিয়ে রুবেলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য