clock ,

  ব্রেকিং নিউজ
clock
কাজ শুরুর আগে মোনাজাত, বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা মালয়দের

কাজ শুরুর আগে মোনাজাত, বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা মালয়দের

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারুতে সুলতান ইসমাইল পেত্রা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তারা কাজ শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত মোনাজাত (প্রার্থনা) করছেন। বিষয়টি প্রশংসা কুড়িয়েছে স্থানীয় মালয়দের।

গত জানুয়ারি কসমো অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রকল্প পরিচালনাকারী ঠিকাদারি সংস্থা প্রতিদিন সকালে শ্রমিকদের কোরআন তেলাওয়াত মোনাজাতের এই রীতি অনুসরণ করতে বলেছে।

ভিডিও দেখে নেটিজেনরা প্রশংসাসূচক মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন, বাংলাদেশি শ্রমিকরা সাধারণত ধর্মীয় জ্ঞান প্রার্থনার ব্যাপারে সচেতন। 

খারি আজিজি নামের এক মালয় মন্তব্য করেন, ‌‘ কারণেই আমি বাংলাদেশিদের শ্রদ্ধা করি। তারা বিদেশে কঠোর পরিশ্রম করেও সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। তারা মসজিদে নামাজ পড়তে বেশি গুরুত্ব দেন, এমনকি শুক্রবার দূর থেকে হেঁটে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আরেক মালয়েশিয়ান (মালয়) লিখেছেন, ‘আমার এলাকায় একটি প্রকল্প চলছে, যেখানে বাংলাদেশিদের বাসস্থান থেকে মসজিদ প্রায় এক কিলোমিটার দূরে। প্রতি শুক্রবার বাংলাদেশিরা মসজিদে দ্রুত পৌঁছাতে দৌড়ে আসেন। তাদের প্রতি আমার সম্মান বেড়ে যায়।

এই ভিডিও বাংলাদেশি শ্রমিকদের ধর্মীয় অনুশাসনের প্রতি নিষ্ঠা এবং বিদেশে কঠোর পরিশ্রম করার পাশাপাশি তাদের আধ্যাত্মিকতার প্রতি দায়বদ্ধতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য