clock ,

  ব্রেকিং নিউজ
clock
নতুন আইনে উইচ্যাট ও টিকটকের লাইসেন্স দিল মালয়েশিয়া

নতুন আইনে উইচ্যাট ও টিকটকের লাইসেন্স দিল মালয়েশিয়া

সম্প্রতি মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট এবং টিকটক তাদের কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স পেয়েছে। দেশটির কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন জানিয়েছে, নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম আইন অনুযায়ী, এই প্ল্যাটফর্মগুলোকে লাইসেন্স প্রদান করা হয়েছে। চীনা কোম্পানি টেনসেন্টের মেসেজিং অ্যাপ উইচ্যাট এবং বাইটড্যান্সের শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক আইনের আওতায় কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে।

নতুন আইন এর প্রভাব

নতুন বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই আইনটির মূল লক্ষ্য হলো সাইবার অপরাধ প্রতিরোধ। আইন অনুযায়ী, মালয়েশিয়ার ৮০ লাখেরও বেশি ব্যবহারকারীর জন্য কার্যক্রম পরিচালনাকারী সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মেসেজিং প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই লাইসেন্স নিতে হবে। তা না হলে আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

লাইসেন্স প্রক্রিয়ার অগ্রগতি

কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে:

টেলিগ্রাম লাইসেন্স পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মেটা মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ইতোমধ্যে লাইসেন্সিং প্রক্রিয়া শুরু করেছে।

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) এখনও লাইসেন্সের জন্য আবেদন করেনি। এক্স দাবি করেছে যে মালয়েশিয়ায় তাদের ব্যবহারকারীর সংখ্যা আট কোটিতে পৌঁছায়নি, যা যাচাই করছে কমিশন।

ইউটিউবের মূল কোম্পানি অ্যালফাবেটের গুগল এখনও লাইসেন্সের জন্য আবেদন করেনি।

ক্ষতিকর কনটেন্ট মোকাবিলায় আহ্বান

মালয়েশিয়া জানিয়েছে, সামাজিক মাধ্যমে ক্ষতিকর কনটেন্ট বৃদ্ধি পেয়েছে। অনলাইন জুয়া, স্ক্যাম, শিশু পর্নোগ্রাফি, সাইবার বুলিয়িং, জাতি ধর্ম সম্পর্কিত আপত্তিকর বিষয়বস্তু তালিকায় অন্তর্ভুক্ত। কর্তৃপক্ষ এসব কনটেন্টের নজরদারি বাড়াতে ফেসবুক, টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মকে আহ্বান জানিয়েছে।

ব্যবহারকারীর পরিসংখ্যান

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং কেপিওস কনসাল্টিং-এর তথ্য অনুযায়ী:

উইচ্যাট ব্যবহারকারী: ১২ কোটি।

ইউটিউব ব্যবহারকারী: কোটি ৪১ লাখ।

টিকটক ব্যবহারকারী (১৮+): কোটি ৮৬ লাখ ৮০ হাজার।

ফেসবুক ব্যবহারকারী: ২২ কোটি ৩৫ লাখ।

এক্স ব্যবহারকারী: ৫৭ লাখ ১০ হাজার।

নতুন এই আইনের ফলে মালয়েশিয়ার সাইবার নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দায়বদ্ধতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য