clock ,

কসবা থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন গ্রেফতার

কসবা থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ পৃথক দুটি অভিযানে ২১ কেজি গাঁজাসহ চারজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। গত ১৫ মার্চ ২০২৫ তারিখে কসবা থানার একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কায়েমপুর ইউনিয়নের চাটুয়াখেলা এলাকায়। অভিযানে ধৃত আসামি আলমগীর হোসেনের বসতবাড়ির একটি ঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরদিন ১৬ মার্চ ২০২৫ তারিখে কসবা থানার আরেকটি টিম কসবা পৌরসভাধীন তালতলা পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করে। ইকবাল মিয়ার মুরগির ফার্মের দক্ষিণ পাশে গুরুহিত থেকে তালতলা গামী পাকা রাস্তার ওপর থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।


গ্রেফতারকৃত আসামিরা হলো মোঃ কাইয়ুম (৩৩), মোঃ জোনায়েদ (১৮) এবং মোঃ লাদেন ওরফে রনি (২৩)
গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী সংগ্রহ করা হয়েছে। কসবা থানার পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য