হোয়াইট হাউস জানিয়েছে, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সাংবাদিকদের ওভাল অফিস ও এয়ার ফোর্স ওয়ানে প্রবেশাধিকার সীমিত করা হবে। ট্রাম্প প্রশাসন ও এপির মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুক্রবার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে হোয়াইট হাউসের ডেপুটি প্রধান কর্মকর্তা টেইলর বাডোউইচ জানান, এপি যুক্তরাষ্ট্রের ‘গালফ অফ আমেরিকা’ নামটি অগ্রাহ্য করে আসছে। তিনি বলেন, “এই সিদ্ধান্ত শুধু বিভাজনমূলক নয়, বরং এটি ভুল তথ্য প্রচারের প্রতি তাদের মনোভাবও প্রকাশ করে।”
বাডোউইচ আরও জানান, ভবিষ্যতে ওভাল অফিস ও এয়ার ফোর্স ওয়ান এখন সেই সাংবাদিকদের জন্য উন্মুক্ত করা হবে, যারা এতদিন প্রশাসনের ঘনিষ্ঠ এলাকা কাভার করতে নিষিদ্ধ ছিলেন। তবে এপির সাংবাদিক ও ফটোগ্রাফাররা হোয়াইট হাউস কমপ্লেক্সে তাদের পরিচয়পত্র বজায় রাখতে পারবেন।
শুক্রবার এক এপি সাংবাদিক হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন। মোদি-ট্রাম্পের যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হন। এ নিয়ে টানা তৃতীয় দিন এপি সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটল।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা করেছেন। তবে এপি এই নাম পরিবর্তন মেনে নিতে রাজি নয়, যা হোয়াইট হাউসের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়েছে।
শুক্রবার এপি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংবাদ সম্মেলনে তাদের সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি। এপির এডিটর ইন-চিফ জুলি পেইস এই সিদ্ধান্তকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেন এবং বলেন, এটি মতপ্রকাশের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন।
এক বিবৃতিতে জুলি পেইস বলেন, “টানা তিন দিন ধরে এপির সাংবাদিকদের প্রেসিডেন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে। এটি নিরপেক্ষ সংবাদ উপস্থাপনার প্রতি বিশ্বাসী লাখো মানুষের প্রতি অবিচার।”
ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং শপথ নেওয়ার আগেই গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি এ বিষয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যদিও মেক্সিকোর প্রেসিডেন্ট ও অন্যান্যরা বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?