clock ,

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশন আজ শনিবার প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে। বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এতে বক্তব্য রাখবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত সোমবার প্রেস সচিব শফিকুল আলম জানান, গণহত্যা, দুর্নীতি, গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার করা হবে। তিনি বলেন, “দেশের বেশিরভাগ মানুষ শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চান। আমরা চাই, সেই পরিবেশ তৈরি হোক। সেই লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য