clock ,

এবার  ফিনল্যান্ডবাসীরা ১৭ ঘণ্টা ঘণ্টা রোজা রাখবে

এবার ফিনল্যান্ডবাসীরা ১৭ ঘণ্টা ঘণ্টা রোজা রাখবে

প্রতিবছর রমজান মাস পূর্ববর্তী বছরের চেয়ে ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। এর কারণ, ইসলামি ক্যালেন্ডারে মাসের হিসাব করা হয় হিজরি চান্দ্রবর্ষ অনুযায়ী। চান্দ্রবর্ষে একেকটি মাস ২৯ বা ৩০ দিন হয়ে থাকে। বিশ্বজুড়েই দিনব্যাপী রোজা রাখা হয় সাধারণত ১২ থেকে ১৭ ঘণ্টা। একজন রোজাদার পৃথিবীর কোন স্থানে অবস্থান করছেন, তার ওপর ভিত্তি করে রোজা রাখার সময়ে এই পার্থক্য হয়ে থাকে। বিষুবরেখার কাছের দেশগুলোতে অল্প সময় রোজা রাখতে হয়। অপরদিকে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে ঋতুর উপর নির্ভর করে রমজানের সময় ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত অতিক্রম করতে পারে। সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো এবার পবিত্র মাস রমজান মাসে প্রতিদিন ১৪ ঘণ্টা রোজা পালন করবেন।  গ্রিনল্যান্ড এবং আলাস্কার মতো যেসব দেশে সূর্য কখনও অস্ত যায় না, এসব দেশের মুসলমানদের মক্কা সৌদি আরবের সময় অনুপাতে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা। কারণ, এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। 

দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে

হেলসিঙ্কি, ফিনল্যান্ড (১৭ ঘণ্টা মিনিট)

নুউক, গ্রিনল্যান্ড (১৭ ঘণ্টা)

গ্লাসগো, স্কটল্যান্ড (১৬ ঘণ্টা মিনিট)

অটোয়া, কানাডা (১৬ ঘণ্টা মিনিট)

জুরিখ, সুইজারল্যান্ড (১৬ ঘণ্টা মিনিট)

রোম, ইতালি (১৬ ঘণ্টা মিনিট)

মাদ্রিদ, স্পেন (১৬ ঘণ্টা)

লন্ডন, যুক্তরাজ্য (১৬ ঘণ্টা)

প্যারিস, ফ্রান্স (১৫ ঘণ্টা মিনিট)

রেকজাভিক, আইসল্যান্ড (১৫ ঘণ্টা)

অল্প সময় রোজা রাখতে হবে যেসব দেশে

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড (১১ ঘণ্টা মিনিট)

পুয়ের্তো মন্ট, চিলি (১১ ঘণ্টা মিনিট)

করাচি, পাকিস্তান (১২ ঘণ্টা)

বুয়েনস আইরেস, আর্জেন্টিনা (১২ ঘণ্টা)

কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা (১২ ঘণ্টা ৫মিনিট)

নয়া দিল্লি, ভারত (১২ ঘণ্টা ৫মিনিট)

জাকার্তা, ইন্দোনেশিয়া (১২ ঘণ্টা ৫মিনিট)

দুবাই, সংযুক্ত আরব আমিরাত (১৩ ঘণ্টা)

নাইরোবি, কেনিয়া (১৩ ঘণ্টা)

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য