অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের চেয়ে আরও সাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ গড়তে চায়, তেমনি নতুন পৃথিবী তৈরিতেও আত্মবিশ্বাসী।" বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন,আমাদের তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় এবং সে নেতৃত্বের জন্য তারা প্রস্তুত। ছেলে-মেয়ে সবাই প্রস্তুত। তারা পুরোনো, আত্মবিনাশী সভ্যতার শৃঙ্খল ভেঙে নতুন এক ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চায়। আমরা এমন এক সভ্যতা চাই, যেখানে পৃথিবীর সব সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে। প্রত্যেক মানুষের স্বপ্ন দেখার ও তা বাস্তবায়নের সুযোগ নিশ্চিত করা হবে। এমন এক সমাজ তৈরি করতে হবে, যেখানে পৃথিবীর অস্তিত্ব ও সকল জীবের সুস্থ জীবনযাত্রা বিঘ্নিত হবে না। যারা আজ একুশে পদকে ভূষিত হয়েছেন, আমি তাদের দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। জাতি আপনাদের অবদানের জন্য কৃতজ্ঞ। আপনারাই জাতির পথপ্রদর্শক। আপনাদের অনুপ্রেরণায় জাতি এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সম্মানজনক অবস্থানে পৌঁছাবে। ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সাহসী ছাত্র-শ্রমিক-জনতাকে।
তিনি আরও বলেন,একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। ১৯৫২ সালে ভাষার অধিকারের জন্য জীবন দিয়েছিলেন অকুতোভয় শহীদরা। সেই চেতনা থেকেই আমাদের স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলন বিকশিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, তরুণদের স্বপ্ন যেন দ্রুত বাস্তবায়িত হয়। জাতির ভবিষ্যৎ নির্মাণে যারা আজ সম্মানিত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?