clock Tuesday, 8 April 2025, ২৫ চৈত্র ১৪৩১

বাংলাদেশকে সহযোগিতায় প্রস্তুত চীন: প্রধান উপদেষ্টা ইউনূস

বাংলাদেশকে সহযোগিতায় প্রস্তুত চীন: প্রধান উপদেষ্টা ইউনূস

বাংলাদেশকে সমর্থন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে চীন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। সম্প্রতি চীন সফরে বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী।

. ইউনূস বলেন, বাংলাদেশের বড় ধরনের সংস্কার প্রয়োজন, আর এই প্রক্রিয়ায় চীন সরকার, চীনা ব্যবসায়ী জনগণের কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত দরকারি আনন্দের বিষয়। সাম্প্রতিক চীন সফরকে তিনি সফল ফলপ্রসূ বলে উল্লেখ করেন।

প্রায় এক দশক আগে চীন সফরকালে দেশটির গ্রামীণ নারীদের দারিদ্র্যের চিত্র প্রত্যক্ষ করেছিলেন . ইউনূস। তিনি বলেন, বিশ্বজুড়ে দারিদ্র্যের রূপ একই রকম, এবং এর সমাধান হলো মানুষের সৃজনশীলতাকে স্বীকৃতি দিয়ে তাদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা।

ক্ষুদ্র ঋণের প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অর্থ দরিদ্র মানুষের জন্য একটি শক্তি, যা তারা সঠিকভাবে ব্যবহার করতে পারলে নিজেদের জীবন বদলে দিতে পারে।

নিজের তিন শূন্য তত্ত্ব এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নতুন শৈলীর আধুনিকায়ন তত্ত্বের মধ্যে মিল রয়েছে উল্লেখ করে ইউনূস বলেন, ‘বিষয়গুলো মূলত একই রকম। আমরা একই ভাবনা ভিন্নভাবে প্রকাশ করছি।

তিনি আরও বলেন, পুরোনো পৃথিবীর কাঠামো ধরে রাখার চেয়ে নতুন এক পৃথিবী গড়ে তোলার চিন্তাভাবনা করা জরুরি। জন্য প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে কাঠামো গড়ে তোলা।

চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সফল আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সহায়তা সমর্থন দরকার, এবং চীন এতে আগ্রহী। প্রেসিডেন্ট শি প্রতিশ্রুতি দিয়েছেন যে, প্রয়োজনীয় সহায়তা যথাসময়ে বাংলাদেশে পৌঁছানো হবে।

অর্থনীতি বাণিজ্যের প্রসারে সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে ইউনূস বলেন, চীনা বিনিয়োগকারী ব্যবসায়ীরা বাংলাদেশে আসার বিষয়ে আগ্রহী এবং নতুন উদ্যোগের সম্ভাবনা পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও বলেন, ‘চীনে আমরা অনেক বন্ধু পেয়েছি। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই বন্ধুত্ব কাজে লাগানো হবে।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর দৃঢ় করার বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানান ইউনূস।

এই সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমরা চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাই। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী নেতাদের সঙ্গেও আলোচনা হয়েছে। চীন যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সমর্থন দিতে প্রস্তুত।

সাক্ষাৎকার চলাকালে . ইউনূসের সঙ্গে ছিলেন চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক দু, যিনি চীনের গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে ক্ষুদ্র ঋণ প্রকল্প নিয়ে কাজ করছেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য